ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার সকালে নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন মাহমুদউল্লার স্ত্রী জান্নাতুল কাওসার। সেই পোস্টের মাধ্যমেই রিয়াদের হাসপাতালে ভর্তির খবরটি জানা গেছে। পোস্টে একটি ছবিতে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদআপদ দিয়ে পরীক্ষা করেন!’ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন জ্বর নিয়ে ৩৪ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ।

তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া ক্রিকেট ছাড়েননি। সর্বশেষ এনসিএল টিটোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলে ৪৭ রান সংগ্রহ করেন তিনি। এরপর ইনজুরির কারনে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন রিয়াদ। এর মধ্যেই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনয়ন নাথ নিরব স্মৃতি ক্রিকেটে বন্দর স্পোর্টস কমপ্লেক্সের জয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা মহিলা বাস্কেটবল দল ঢাকা যাচ্ছে কাল