ডেইলি লাইফ সম্পাদক আরিফ ইসলাম আর নেই

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১০:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রাচীন ইংরেজি পত্রিকা দি ডেইলি লাইফ এর প্রকাশক ও সম্পাদক আরিফ ইসলাম আর নেই। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল ১১ টায় নগরীর ষোলশহর পূর্ব নাসিরাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গতরাতে দ্বিতীয় দফা নামাযে জানাযা শেষে পিতা-মাতার কবরের পাশে ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন গভীর শোক জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওসি নেজামের অপসারণ চাইলেন শাহাদাত
পরবর্তী নিবন্ধযতীন্দ্র মোহন সেনের বাড়ি রক্ষায় সহায়তার আশ্বাস হানিফের