ডুব দিয়ে সে আর উঠেনি বোয়ালখালীর কিশোর ইরফান

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২১ জুন, ২০২৪ at ১২:০০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মো. ইরফান উদ্দিন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ (২০ জুন) বৃহষ্পতিবার সন্ধ্যায় তার বাড়ির সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইরফান উপজেলার মধ্যম চরণদ্বীপ ফকিরাখালী তুফান আলী শাহের বাড়ির মরহুম আবদুর রহমানের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট ইরফান।

স্থানীয় এলাকাবাসী মো. মনজুর মোরশেদ বলেন, মাগরিবের পর ছোট একটি বাচ্চাসহ বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় সে। পুকুরে ডুব দিয়ে সে আর উঠেনি। ছোট বাচ্চাটাকে পুকুর ঘাটে একজন মহিলা দেখার পর জিজ্ঞেস করে একা এখানে কি করছো। বাচ্চাটি বলল ইরফান ডুব দিয়ে আর উঠতেছে না। তখন ঐ মহিলার ডাকে এলাকার অনেক ছেলে পুকুরে খোঁজাখুঁজির ১ ঘন্টা পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুকে পেয়ারা খাওয়ানোর কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধঅজিদের ১৪১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ