ইছামতি নদীতে একসাথে গোসলে নামে দুই বন্ধু। গোসলের একপর্যায়ে তাদের একজন ডুবে যেতে দেখে– অন্যজন তাকে বাঁচাতে গিয়ে নিজেই ডুবে যায়। এতে ডুবন্ত বন্ধু বেঁচে ফিরলেও প্রাণ হারায় বাঁচাতে যাওয়া বন্ধুটি। গতকাল শনিবার বেলা ১১টায় রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পোয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম বিজয় বড়ুয়া (১৪)। সে ওই এলাকার সুজন বড়ুয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুই বন্ধু ইছামতি নদীতে গোসল করতে নামে। এক বন্ধু সাঁতার না জানায় পানিতে তলিয়ে যাচ্ছিল। সাঁতার জানা বিজয় তার বন্ধুকে বাঁচাতে গিয়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। এতে সাঁতার না জানা বন্ধু বেঁচে যায় কিন্তু সাঁতার জানা বিজয়, বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে ২০ মিনিটের মধ্যে নিখোঁজ বিজয়ের নিথর দেহ উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।