ডুবন্ত জাহাজের সাথে ধাক্কায় ডুবল জাহাজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১০:১০ পূর্বাহ্ণ

হাতিয়ার অদূরে বঙ্গোপসাগরে ডুবে থাকা একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ‘এমভি হ্যাং গ্যাং-১’ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। চট্টগ্রাম বন্দর থেকে গ্যাস লাইনের পাইপ নিয়ে মাওয়া যাওয়ার পথে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির ১৪ জন নাবিক অন্যান্য লাইটারেজ জাহাজে উঠতে সক্ষম হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে গ্যাস লাইনের পাইপ নিয়ে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি লাইটারেজ মাওয়া যাচ্ছিল। জাহাজটি হাতিয়ার অদূরে ভাসানচরের কাছে নতুন চ্যানেলে পৌঁছলে স্টিয়ারিং ফেল করে। এই সময় মার্কিং বয়ার নির্দেশনা অনুসরণ করতে না পেরে জাহাজটি একদিকে চলে যায় এবং আগে থেকে ডুবে থাকা একটি জাহাজে ধাক্কা খায়। এতে জাহাজটির তলা ফুটো হয়ে যায় এবং দ্রুত ডুবতে শুরু করে। জাহাজটির ১৪ জন নাবিক দ্রুত আশেপাশের লাইটারেজ জাহাজগুলোতে উঠে পড়েন।
উল্লেখ্য, গত ১০ জুলাই সকালে হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে থাকা ভলগেটের সঙ্গে ধাক্কা খেয়ে এমভি ফুলতলা-১ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গিয়েছিল। সিমেন্ট ক্লিংকার বোঝাই জাহাজটি ওই স্থানে ডুবে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধধর্ষকের চোখে মরিচের গুঁড়া মেরে ৯৯৯-এ ফোন
পরবর্তী নিবন্ধএবার কোটি টাকার আইস