ডী স্প্রাখে পরিদর্শনে জার্মানির চার্জ দ্যা অ্যাফেয়ার্স

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে জার্মানির চার্জ দ্যা অ্যাফেয়ার্স কন্সটানছা ছেরিংগার গতকাল সোমবার নগরীর জার্মান ভাষা শিক্ষা কেন্দ্র ডী স্প্রাখে পরিদর্শন করেন। ছেরিংগারকে স্বাগত জানান ডী স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী। পরিদর্শকালে তিনি ডী স্প্রাখের কার্যকলাপের প্রশংসা করেন।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের জার্মান দূতাবাসের কোঅপারেশন পার্টনার। জার্মান দূতাবাসের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ফারিস্তা মাহবুব এবং চট্টগ্রামে জার্মানির অনারারি কনসাল শাকির ইস্পাহানি এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবি
পরবর্তী নিবন্ধরিটেইলার ও নির্মাণশিল্পীদের নিয়ে ডায়মন্ড সিমেন্টের মতবিনিময়