ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডি৮ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মুহাম্মদ ইউনূস কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মিশরের মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ‘ডেভেলপিং৮’ বা ডি৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে দুই দিনের সফরে কায়রো রওনা হন প্রধান উপদেষ্টা। খবর বিডিনিউজের।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে গতকাল কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. জাম্বরি আব্দুল কাদির বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে তাঁরা মতবিনিময় করেছেন।

আজ বৃহস্পতিবার কায়রোতে অনুষ্ঠেয় একাদশ ডি৮ সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস : শেপিং টুমরো’স ইকোনমি’। ডি৮ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করা, এবং পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। বাংলাদেশসহ এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।

আলআজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা : মিশর সফরে প্রধান উপদেষ্টা আজ বৃহস্পতিবার আলআজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। অধ্যাপক ইউনূস আলআজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। গ্র্যান্ড ইমাম গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে সাক্ষাতকালে আলআজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ কয়েকটি ডি৮ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর করতে যাচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধ৭৮৬