ডি ইউনিটে উপস্থিতি ৭৪ শতাংশ

চবি ভর্তি পরীক্ষা ।। বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা কাল

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে দুই শিফটে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৮২ জন শিক্ষার্থী। যা ৭৩ দশমিক ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৩১০ জন পরীক্ষার্থী।
গতকাল সোমবার ভর্তি পরীক্ষার চতুর্থ দিন দুই শিফটে অনুষ্ঠিত হয় ডি ইউনিটের পরীক্ষা। ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ডি ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৩৯২ জন। ইতোমধ্যে এ, বি, সি ও ডি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ও সি ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে। শীঘ্রই বি ও ডি ইউনিটের ফলাফল প্রকাশ হবে।
বি-১ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ডি-১ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। আগামীকাল বুধবার সকালে বি-১ ও বিকালে ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এ, বি, সি ও ডি ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বুধবার বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগ কর্মীদের লাঠিপেটা ১৩ পুলিশ সদস্যকে শাস্তির সুপারিশ
পরবর্তী নিবন্ধপুত্রবধূকে খুন করে সাত বছর পলাতক