ডিস সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজয় দাশ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি ভবনে এই ঘটনা ঘটে। অজয় দাশ একই ইউনিয়নের হিন্দু পাড়ার মেঘ নাথের পুত্র।

জানা যায়, ঘটনাস্থলে রফিক সওদাগরের ভবনে ডিস লাইনের সংযোগ দেয়ার কাজ করছিলেন অজয় দাশ। এ সময় অসাবধানতাবশত ভবনের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সোহেল জানান, হাসপাতালে অজয় নামে এক যুবককে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার এসআই সত্যজিৎ ভৌমিক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল লিপিবদ্ধ করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমামলার আরও দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধগ্রেপ্তারের পর বিএনপি নেতা এ্যানিকে চারদিনের রিমান্ড