নগরীর দামপাড়া মসজিদ গলির একটি নালা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম কামরুল আনোয়ার (৬২)। ঘটনাস্থলের পাশেই তার টিনশেড বাড়ি যেখানে তিনি একা থাকতেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কামরুলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় ডিস লাইনের কর্মীরা কাজ করার সময় প্রথম তার মরদেহ নালায় ভেসে থাকতে দেখে বলে জানায় থানা পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের মজুমদার আজাদীকে বলেন, পিলারে উঠে ডিস লাইনের কর্মীরা কাজ করছিলেন। পাশের নালায় তখন তারা একটি লাশ ভেসে থাকতে দেখেন। উপুড় হয়ে ভেসে ছিল লাশটি। পরে তারা বিষয়টি সবাইকে জানায়।
তিনি বলেন, কামরুল আনোয়ার স্থানীয় বাসিন্দা। তিনি একাই থাকতেন টিনশেড একটি ঘরে। তার ভাই–বোনেরা অন্য জায়গায় থাকেন। বৃষ্টি থেকে রক্ষা পেতে গত শুক্রবার তিনি টিনের চালা ঠিক করতে ঘরের উপরে উঠেছিলেন বলে জানান কয়েকজন প্রতিবেশী। ধারণা করা হচ্ছে, টিনের চালা ঠিক করতে উঠে পা পিছলে পাশের নালায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি তিনি।
তার মৃত্যুর বিষয়ে কারও কোনো অভিযোগ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কামরুল আনোয়ারের মৃত্যু নিয়ে স্বজনদের কোনো অভিযোগ নেই। বিনা ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। এমনটা চাওয়া ছিল স্বজনদের।