সিনেমা সংকট নিরসনে বলিউডের ছবি আমদানির প্রস্তাব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে দেশের তিন চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। এর মধ্যে ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ ও সরকারি অনুদানে নির্মিত তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’। এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত ‘আমি তোমার রাজা, তুমি আমার রানী’ ২৫ ডিসেম্বর মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। খবর বিডিনিউজের।
করোনার মধ্যে সাত মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল ১৬ অক্টোবর থেকে খুললেও সিনেমা সংকটে হলগুলো স্থায়ীভাবে বন্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছিল হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। হল মালিকদের অভিযোগ, মুক্তি দেওয়ার মতো ২০টিরও বেশি চলচ্চিত্র প্রযোজকদের হাতে থাকলেও তারা মুক্তি দিচ্ছেন না।
গত দেড় মাসে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘সাহসী হিরো আলম’ শিরোনামে দুটি ছবি অল্প কয়েকদিনের জন্য কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও বেশিরভাগ প্রেক্ষাগৃহে এখন পুরনো চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন হল মালিকরা।
প্রযোজকরা বলছেন, করোনাসর মধ্যে লোকসানের শঙ্কায় তারা ছবি মুক্তি দিচ্ছেন না। প্রযোজক ও হল মালিকদের নিয়ে বৈঠকে বিষয়টি সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে সুরাহার নির্দেশনা দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।