ডিসেম্বরে আকাশে উড়বে তুরস্কের যুদ্ধবিমান ‘কান’

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান আগামী ডিসেম্বরেই আকাশে উড়াল দেবে। তার্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) বিষয়টি জানিয়েছেন। টিএআইএর মহাব্যবস্থাপক তেমেল কোতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনার জন্য ২৭ ডিসেম্বর তারিখটি তারা বেছে নিয়েছে। উল্লেখ্য, ১৯১৯ সালের ২৭ ডিসেম্বর তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক ও তার ভাইবোন আঙ্কারায় আসেন। সেটি ছিল স্বাধীন তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ও যুদ্ধ সূচনার মুহূর্ত। পরিকল্পনা ছিল, ২০২৮ সালে তার্কিস ইঞ্জিন নিয়ে আকাশে উড়াল দেবে যুদ্ধবিমান কান। সে হিসাবে ২০১৬ সালে যুদ্ধবিমান তৈরির কাজ শুরু হয়। তখন বলা হয়েছিল, ২০২৮ সালে তার্কিস বিমান বাহিনীর কাছে প্রথম বিমানটি বুঝিয়ে দেওয়া হবে। খবর বাংলানিউজের।

কিন্তু তার অনেক আগেই বিমানগুলো আকাশে উড়ার জন্য তৈরি হয়ে গেছে। জানা গেছে, পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান পুরোনো এফ১৬ বিমানের স্থলাভিষিক্ত হবে। ২১ মিটার (৬৯ ফুট) লম্বা যুদ্ধবিমানটিতে দুটি ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনগুলো বিমানটিকে আকাশে উড়াতে ২৯ হাজার পাউন্ড শক্তি সঞ্চার করতে পারে। আর যুদ্ধবিমানটি সর্বোচ্চ ২ হাজার ২২২ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। কানএ রয়েছে উচ্চ সচেতনতা প্রযুক্তি, যুদ্ধের ক্ষতি সনাক্তকরণ প্রযুক্তি, অপটিমাইজড পাইলট ওয়ার্কলোড, নতুন প্রজন্মের মিশন সিস্টেম, কম পর্যবেক্ষণযোগ্যতা প্রযুক্তি, নির্ভুল আঘাত হানার সক্ষমতার প্রযুক্তি ও নিজের ভেতর অস্ত্র মজুতকরণ ব্যবস্থা।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে বাদ্যযন্ত্র পোড়াল তালেবান
পরবর্তী নিবন্ধহংকংয়ে ৬৮ তলা থেকে পড়ে ফরাসি ডেয়ারডেভিল লুসিডির মৃত্যু