চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনেই রেমিটেন্স বাবদে দেশে এসেছে ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। ডিসেম্বর মাসের এখনও তিন দিন বাকি। সেই হিসাবে বছরের শেষ মাসে রেমিটেন্সের পরিমাণ আরো বাড়বে। এর আগে এর চেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত জুনে। ওই মাসে ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত নভেম্বর মাসে এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রেমিটেন্স। খবর বিডিনিউজের।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা রোববার সাংবাদিকদের বলেন, চলতি ডিসেম্বরের ২৮ দিনে রেমিটেন্স এসেছে ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার। আর ২০২৩ সালের এ সময়ে রেমিটেন্স এসেছিল ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় এবার ডিসেম্বরে রেমিটেন্সের বাড়ছে ২১ শতাংশের বেশি। চলতি বছর এপ্রিল থেকে দুই বিলিয়ন ডলার পাঠাচ্ছেন প্রবাসীরা। মাঝে জুলাইয়ে শুধু তা এর নিচে নেমে যায়।
আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠালে প্রতি ডলারে পাচ্ছেন ১২০ টাকার বেশি। এ কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ছে বলে মনে করছেন ব্যাংকাররা।