বাতাসে ভাসে ধোঁয়ার দাগ, তবু আকাশ
ছিঁড়ে ওঠে লাল–সবুজের অগ্নিপাখা।
নদীর বুক ফুঁড়ে উঠে আসে মুক্তিযোদ্ধার
নিশ্বাস নক্ষত্রের মতো জ্বলন্ত।
মৃত্যুর মুখে দাঁড়ানো এক তরুণের
চোখে জন্ম নেয় নতুন সূর্য।
মাটির পরতে পরতে জমে থাকা রক্ত
হয়ে ওঠে ধর্মগ্রন্থের মতো পবিত্র।
বন্দর শহরের গলিতে ভাঙা ইটও জানে
স্বাধীনতার প্রথম উচ্চারণ।
শত্রুর ট্যাংকের ধাতব শব্দ হার মানে
বৃষ্টির নরম বিজয়গানে।
কোনো মিথের রাজা নয়–এই ভূমিই নিজেকে
রক্ষা করেছে দেবীর মতো।
শিশুর কান্নার ভেতর গোপন থাকে
ভবিষ্যতের আকাশনকশা।
রাতের বুক চিরে যে আলোর নদী বয়ে
গিয়েছিল সেটাই আজ বিজয়ের প্রতিমা।
দিগন্তে ভাসে গেরিলাদের ছায়া, যেন ঝড়ের ডানা।
সভ্যতার প্রাচীন ঢোল পেটায়
নাম–না–জানা শহীদরা।
বাংলাদেশ দাঁড়িয়ে আছে আজও
তারই অম্লান হাইপারসনিক স্পন্দনে।












