ডিসেম্বরেই শুরু হবে নারী প্রিমিয়ার ফুটবল লিগ

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ডিসেম্বরেই নারী ফুটবল লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। জানুয়ারির মধ্যেই নারী প্রিমিয়ার লিগ শেষ করার পরিকল্পনাও চূড়ান্ত করেছে তারা। বাফুফে ভবনে অনুষ্ঠিত সভা শেষে সহসভাপতি ফাহাদ করিম জানান, এই লিগ আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে নেওয়া দীর্ঘমেয়াদি প্রস্তুতি পরিকল্পনার অংশ, যা বাফুফে নাম দিয়েছে ‘মিশন অস্ট্রেলিয়া’। এই লক্ষ্যে খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতায় রাখতেই দ্রুত লিগ আয়োজনের পথ বেছে নিয়েছে বাফুফে। আগ্রহ দেখানো ১৪টি দলের মধ্যে যাচাইবাছাই শেষে ১০টি ক্লাবকে তাৎক্ষণিক অনুমতি দেওয়া হয়েছে। আরও দুই ক্লাবকে শর্তসাপেক্ষ ছাড়পত্র দেওয়া হয়েছে; এর মধ্যে একটি ক্লাব শর্ত পূরণ করতে পারলে মোট ১১ দল নিয়ে এক রাউন্ডের লিগ হবে। এবারের নারী লিগে প্রথমবার যোগ দিচ্ছে কয়েকটি নতুন দল; বিকেএসপি এফসি, আনসার, পুলিশ এফসি এবং একটি কর্পোরেট দল (রাজশাহী ওয়ারিয়র্স/স্টার্স)। পাশাপাশি পূর্বের মৌসুমের নিয়মিত পাঁচ দলও থাকছে। বাফুফের লক্ষ্য ডিসেম্বরের শেষ সপ্তাহে লিগ শুরু করা এবং জানুয়ারির শেষ দিনেই তা শেষ করা, কারণ ১ ফেব্রুয়ারি থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ‘মিশন অস্ট্রেলিয়া’কে সামনে রেখে। লিগের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইটে। হেড কোচ পিটার বাটলারের পরামর্শে এবার চালু হচ্ছে ‘পুল সিস্টেম’তিনটি পুল থেকে ক্লাবগুলো চাইলে নির্দিষ্টসংখ্যক খেলোয়াড় নিতে পারবে। তবে বাধ্যতামূলক নয়; কোনো ক্লাব চাইলে একাডেমির খেলোয়াড় দিয়েই দল সাজাতে পারবে। সার্ভিস দলের খেলোয়াড়রা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের হয়েই খেলবেন। যুব উন্নয়নকে গুরুত্ব দিতে অনূর্ধ্ব১৭ ও অনূর্ধ্ব২০ দলের খেলোয়াড়দের সেরা একাদশে রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে। এই লিগ এবার ফিফার ওমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এসেছে। চলতি মৌসুম এবং পরবর্তী মৌসুম; দুটি মৌসুমেই ফিফা লিগ মনিটর করবে এবং নিজস্ব পয়েন্ট অব কন্টাক্ট সরবরাহ করবে। যা নারী ফুটবলের কাঠামোগত উন্নয়নে বড় ভূমিকা রাখবে। ক্লাবগুলো সর্বোচ্চ দুই বিদেশি ফুটবলার নিবন্ধন ও মাঠে নামানোর সুযোগ পাবে। এজন্য ফিফা টিএমএস ও ফিফা কানেক্ট সিস্টেমে নিবন্ধন বাধ্যতামূলক।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধপরের ম্যাচেই একাদশে জায়গা হারালেন সাকিব