বর্ষবরণের প্রস্তুতির মাঝে নগরীর ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মিছিল নিয়ে এসে এক দল যুবক মঞ্চে ভাঙচুর চালায়। এরপর বর্ষবরণের আয়োজন বাতিল করেছে আয়োজক সংগঠন সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। পরিষদের সমন্বয়ক সুচরিত দাশ খোকন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় আমাদের অনেকের সামনে মিছিল নিয়ে এসে মঞ্চে ভাঙচুর করা হয়। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অনুষ্ঠানে যারা পারফর্ম করবে তাদের অভিভাবকরাও উদ্বিগ্ন। ভাঙচুরের বিষয়টি অবগত হওয়ার পর তারা আমাদের বলেন, আপনারা অনুষ্ঠান বাতিল করে দেন। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা ডিসি হিলের অনুষ্ঠান বাতিল করেছি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪০–৫০ জনের একটি দল ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে ডিসি হিলের ভেতর ঢুকে পড়ে। তারা মঞ্চে উঠে মঞ্চসজ্জায় ব্যবহৃত কাঠের স্থাপনা ভেঙে ফেলে। মঞ্চসহ আশপাশে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। এ সময় মিছিলকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ডিসি হিলে বর্ষবরণের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে। এদিকে ভাঙচুরের ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, শুনেছি অনুষ্ঠানস্থলের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।