নগরীর ডিসি হিলে বাংলা বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে চলমান অনিশ্চয়তা কেটেছে। আগের বছরগুলোতে জাঁকজমকপূর্ণভাবে হয়ে আসলেও এবার ছোট পরিসরে এ অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক ফরিদা খানম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, ডিসি হিলে প্রতিবারের ন্যায় এবারো বাংলা বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে সেটি অনাড়ম্বর হবে, কোন বাহুল্য থাকবে না। একেবারে ছোট পরিসরে অনুষ্ঠান হবে। সকাল ৭ টা অথবা সাড়ে ৭ টায় অনুষ্ঠান শুরু হবে। শেষ করতে হবে বিকাল ৪টা থেকে ৫ টার মধ্যে। অনুষ্ঠান যাতে ঝুঁকিপূর্ণ হয়ে না ওঠে সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
অনুষ্ঠান আয়োজনের বিষয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট পজিটিভ নয় উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সবকিছু বিচেনায় নিয়ে আমরা ছোট পরিসরে বাংলা বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের অনুমতি দিয়েছি। তবে এখন পর্যন্ত কোন থ্রেট নেই বলেও জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক বলেন, ডিসি হিলে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠানসহ সার্বিক বিষয় নিয়ে আমরা আগামীকাল (আজকে) সভা আহবান করেছি। সেখানে সংশ্লিষ্টরা সভায় উপস্থিত থাকবেন। অনুষ্ঠান ঠিক ক’টায় শুরু হবে আর ক’টায় শেষ করতে হবে তা সভায় সিদ্ধান্ত হবে।