নগরীর ডিসি হিলের ফটকের সামনে গাড়িচাপায় একটি অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর অভিযোগে আদালতে নালিশি মামলার আবেদন করেছেন এক যুবক। এতে সংশ্লিষ্ট গাড়ি চালক ও ডিসি হিলের একজন নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি। গতকাল তোফাইল আহম্মদ নামের ঐ যুবক চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মামলার আবেদনটি করেন। শুনানি শেষে বিচারক অভিযোগটিকে এফআইআর হিসেবে গ্রহণ করে ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে শুনানিতে অংশগ্রহণকারী অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার আবেদনে বলা হয়, গত ৪ ডিসেম্বর রাতে ডিসি হিলের প্রধান ফটক ও সড়কের মাঝের অংশের রাস্তায় একটি অন্তঃসত্ত্বা কুকুর বসেছিল। তখন ডিসি হিল থেকে বের হয়ে আসা একটি সরকারি গাড়ি কোনো হর্ন না দিয়ে এবং না থামিয়ে কুকুরটিকে চাপা দিয়ে বসেন। বুঝতে পেরেও চালক একটু দেখেওনি কী হয়েছে। তবে ডিসি হিল থেকে কয়েকটি কুকুর এগিয়ে আসে। একপর্যায়ে ডিসি হিলে গেইটে থাকা নিরাপত্তাকর্মী গাড়িচাপা পড়া কুকুরটিকে না দেখে গেইট লাগিয়ে দেন। তিনি কুকুরটিকে বাঁচানোর চেষ্টা কিংবা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এরপর সেখানেই কুকুরটি মারা যায়। এজাহারে বাদী উল্লেখ করেন, কিছুদিন আগে কুকুরটি অসুস্থ হয়ে পড়লে তিনি সেটিকে চিকিৎসা দিয়েছিলেন। এরপর সেটি সুস্থ হয়ে ওঠে। মাঝেমধ্যে সেটিকে তিনি খাবার দিতেন। ঘটনার পরদিন ৫ ডিসেম্বর রাতে ডিসি হিল এলাকায় গিয়ে ওই কুকুরটিকে আর খুঁজে পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, আশেপাশের লোকজনই তাকে জানিয়েছেন–আগের দিন কুকুরটির সাথে কী হয়েছে তা।












