ডিসি হিলে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক বহিরাঙ্গন অনুষ্ঠান কাল

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বাংলাদেশ বেতার সারা দেশে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরি করতে স্টুডিওর বাইরে দর্শকশ্রোতাদের উপস্থিতিতে বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় নগরের ডিসি হিলে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট বিষয়ক এক বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন চট্টগ্রাম বেতারের পরিচালক মো. মাহফুজুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোর দিশার কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল