ডিসি হিলে কোয়ান্টামের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৭:০৩ পূর্বাহ্ণ

ডিসি হিলে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উদ্যোগে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম গত শুক্রবার ভোর ৬.৩০মি থেকে সকাল ১০ পর্যন্ত পরিচালিত হয়। এতে প্রায় ৭০ জন বিভিন্ন পেশার স্বেচ্ছাসেবক অভিযান চালায়। জেলা প্রশাসনের অনুমতি ও ডিসি হিলে ব্যায়াম চর্চাকারী কয়েকটি সংগঠনের সহযোগিতায় কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের সদস্যরা এ মহতি প্রচেষ্টা চালায়। বিশেষ করে, শতায়ু অংগন, উজ্জীবন, ইয়োগা প্রভাতী, ইয়োগা আড্ডার সদস্যরা প্রতিদিন ভোরে ব্যায়াম অনুশীলন করে। গতকাল শনিবার চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সার্বিক সহযোগিতা, স্বাস্থ্য সচেতন ব্যায়াম চর্চাকারী দল গুলোর আন্তরিক সহযোগিতায়, নগরীর গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও নান্দনিক স্থাান ডিসি হিল পরিষ্কার করে ঝকঝকে করে তোলে। কোয়ান্টামের পক্ষে সমগ্র কাজে নেতৃত্বে দেন, চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো অর্ডিনেশন এস.এম.সাজ্জাদ হোসেন। আজ ২১ মে রোববার বিশ্ব মেডিটেশন দিবস। চট্টগ্রামের ২৭ টি ভ্যেনুতে ভোর ৬ টায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আলোচনা, মেডিটেশন চলবে। সারা দেশ ও প্রবাসেও একই সময়ে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হবে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ভাল মানুষ ভাল দেশস্বর্গভূমি বাংলাদেশ’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুলবুল নৃত্যউৎসব ও স্মারক সম্মাননা প্রদান ২৩ ও ২৪ মে
পরবর্তী নিবন্ধহ্যারি-মেগানকে ধাওয়া করা হয়নি, দাবি পাপারাজ্জির