ডিসি হিলে কাল সম্মিলিত পহেলা বৈশাখ পরিষদের আয়োজন

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে ডিসি হিলের নজরুল স্কয়ার প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও বাঙালির প্রধান উৎসব বৈশাখী উৎসব পালনের কর্মসূচি ও প্রস্তুতি শুরু হয়েছে। আগামীকাল ১৪ এপ্রিল শুক্রবার ভোর সাড়ে ছয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে।

অন্যান্য বছর বর্ষবিদায় ও বর্ষবরণে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে রমজানের জন্য এবার ১ বৈশাখ বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের আহ্বায়ক নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে সংস্কৃতিকর্মী ও নাট্যকর্মীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশ নেন অলক ঘোষ, সুচরিত দাশ খোকন, মোহাম্মদ আলী টিটো, আবদুল হালিম দোভাষ, আবদুল হাদী, শান্তনু দাশ, এ কে এম ইসমাইল, বাপ্পা চৌধুরী, রমিজ আহমেদ, বিক্রম চৌধুরী, কংকন দাশ, নাজমা খাতুন ও রিপন বড়ুয়া।

পহেলা বৈশাখ বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক’ এই শিরোনামে গত ৪৬ বছরের মতো এবারও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন হবে। এরপর নববর্ষকে স্বাগত জানিয়ে ‘এসো হে বৈশাখ, এসো এসো…’ সঙ্গীত পরিবেশনা। পরে পরিবেশিত হবে চট্টগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিক দল ও সংগঠনসমূহের দলীয় সংগীত, দলীয় নৃত্য ও দলীয় আবৃত্তি পরিবেশনা।

দলীয় সঙ্গীত : সংগীত ভবন, রক্তকরবী, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, গীতধ্বনি, সৃজামী সাংস্কৃতিক অংগন, কুসুম ললিতকলা একাডেমি, নিষ্পাপ অটিজম স্কুল ও উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম।

দলীয় নৃত্য : নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, সঞ্চারী নৃত্যকলা একাডেমী, নৃত্য নিকেতন, দি স্কুল অব ক্ল্যাসিক অ্যান্ড ফোক ডান্স।

দলীয় আবৃত্তি : বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, নরেন আবৃত্তি একাডেমী, তারুণ্যের উচ্ছাস, বোধন আবৃত্তি পরিষদ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল ও স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৯৭টি মসজিদে খতমে তারাবির অনুদান দিল পটিয়া পৌরসভা
পরবর্তী নিবন্ধইকুইটি নীলিমা প্রকল্পের নির্মাণ কাজ শুরু