ডিসি রোড এলাকায় ওয়াসার পানিতে ‘ময়লা-দুর্গন্ধ’

স্যাম্পল কালেকশন করে পাঠানো হয় ল্যাবে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

নগরের চকবাজার ডিসি রোড এলাকায় চারদিন ধরে ওয়াসার ময়লাযুক্ত দুর্গন্ধ পানি ব্যবহার করে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এলাকাবাসী জানান, বাকলিয়া মিয়ার বাপের মসজিদের পাশে চাক্তাই খালের দিকে ওয়াসার সংস্কার কাজের সময় পাইপ ফেটে গিয়ে নালার পানি ওয়াসার লাইনে মিশেছে।

স্থানীয় বাসিন্দা সাইদ সবুজ বলেন, গত কয়েকদিন ধরে ওয়াসার সরবরাহকৃত পানি সীমাহীন দুর্গন্ধযুক্ত ময়লা। আগে পানি মিনারেল ওয়াটারের মতো ছিল। এই পানি খাওয়ার পর থেকে এলাকার অনেকের মাঝে ডায়রিয়া বমির প্রকোপ দেখা দিয়েছে। পশ্চিম বাকলিয়ার বাসিন্দা আবদুর রহিম ও বাপ্পী জানান, গত শুক্রবার থেকে গত রবিবার পর্যন্ত ওয়াসার পাইপ লাইন দিয়ে ঘোলা পানি আসছে। এই তিনদিন ঘোলা পানি সরবরাহের ব্যাপারে ওয়াসাকে জানানো হলেও কেউ আসেনি বলে জানান তারা। তবে গত সোমবার ওয়াসার জুবলী রোড মড৪ এর লোকজন গিয়ে পাইপ লাইন ঠিক করে পানির নমুনা সংগ্রহ করছে বলে জানান তারা। এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার মড(জুবলী রোড) এর নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান আজাদীকে বলেন, আমরা বিষয়টি জানার পর ঐ এলাকায় গিয়ে পানির স্যম্পল কালেকশন করে আমাদের মোহরা ল্যাবে পাঠিয়েছি। আমাদের সরবরাহকৃত পানিতে ময়লা নেই। এখন জলাবদ্ধ প্রকল্পের কাজ করার সময় হয়তো কোথাও পাইপ লিকেজ হয়ে এই ময়লা পানি ঢুকতে পারে। আমরা গতকালও গিয়েছি, গত সোমবারও গিয়েছি ওই এলাকায়। এই দুইদিন ময়লা পানি পায়নি।

পূর্ববর্তী নিবন্ধজেলের জালে এলো মর্টার শেল
পরবর্তী নিবন্ধমৃত্যুর কাছ থেকে ফেরা ১২ নাবিক ও জেলের কথা