ডিসি পার্ক ইস্যুতে কর্মবিরতি প্রত্যাহার প্রাইম মুভার ও ট্রেইলর চলাচল শুরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ডিসি পার্ক ইস্যুতে প্রাইম মুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের দাবি দাওয়া মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। প্রায় তিনদিনের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কর্মসূচি প্রত্যাহারের পর শুরু হয়েছে প্রাইম মুভার চলাচল। এতে চট্টগ্রাম বন্দর এবং আইসিডিগুলো থেকে পণ্য আনা নেয়াও শুরু হয়েছে। ডিসি পার্কের ঘটনায় আহত শ্রমিকদের রোববারের মধ্যে ক্ষতিপূরণ প্রদান, হামলাকারীদের বিরুদ্ধে রুজুকৃত মামলায় আসামিদের অবিলম্বে গ্রেপ্তার, ডিসি পার্কের পাশে কাটা তারের বেড়া নির্মাণ এবং ডিসি পার্ক এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেয়া হয়েছে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকেরা গতরাত ৮টা থেকে কর্মবিরতি প্রত্যাহার করলে গাড়ি চলাচল শুরু হয়।

কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন শুরু হয়। গত তিনদিন ধরে বিচ্ছিন্ন

বিক্ষিপ্তভাবে ব্যাহত হওয়া বন্দরের কার্যক্রমে গতিশীলতা ফিরে আসায় ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রাইমমুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুর রহিম গতরাতে আজাদীকে বলেন, প্রশাসন আমাদের দাবি মেনে নিয়েছে। সীতাকুণ্ড থানায় আমরা যে মামলা করেছি সেটার আসামিদের গ্রেপ্তার করা হবে। শ্রমিকদের বিরুদ্ধে কোনো মামলা রুজু করা হবে না। ডিসি পার্ক নিয়ে আর যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য পার্কের নির্দিষ্ট এলাকা কাঁটাতার দিয়ে ঘেরাও দেয়া হবে। বেড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ডিসি পার্ক বন্ধ থাকবে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বন্দর থেকে একটি প্রাইম মুভার পণ্য নিয়ে বিএম ডিপোতে যাওয়ার পথে ডিসি পার্ক এলাকায় গাড়িটি থামানো নিয়ে বিতণ্ডার জের ধরে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। ওই প্রাইম মুভারের চালক সমীরণ কান্তি দাসের ওপর হামলার অভিযোগ এনে শ্রমিকরা দফায় দফায় কর্মবিরতি এবং গাড়ি চলাচল বন্ধ রাখেন। গতকালও সকাল ১০ টা থেকে প্রাইম মুভার চলাচল বন্ধ রেখে দাবি আদায়ের আন্দোলন করা হয়।

ঘটনার ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। এতে পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এ আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলীর সাবেক কাউন্সিলর ইসমাইল গ্রেপ্তারের পর কারাগারে
পরবর্তী নিবন্ধকেএনএফকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান