ফৌজদারহাট ডিসি পার্কের মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদের সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুব হোসেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে বেলুন উড়িয়ে ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ মেলা আগামি ২৪ ফেব্রয়ারি পর্যন্ত চলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীসহ আরো অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।
এদিকে সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত ফৌজর্দাহাট সাগর উপকূলীয় বেড়িবাঁধ এলাকা এখন সাজ সাজ রব। এক সময়ে এখানে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত লাভ করেছিল। তবে এই স্থানকে এখন ফুলের রাজ্য হিসেবে পরিণত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান।
এখন দূর হতে ওই স্থান থেকে রকমারি ১২৭ রকমের ফুলের সু-গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের ভ্রমন পিপাসু শতশত নর-নারী ও দর্শনার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে এখানে ঘুরতে এসে তারা মুগ্ধ হয়েছেন।