ডিসি পার্কে বৃক্ষরোপণ করলেন স্পিকার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ ডিসি পার্ক পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার ডিসি পার্ক পরিদর্শনকালে তিনি একটি জারুল বৃক্ষরোপণ করেন। এসময় তিনি অবৈধ দখল হতে উদ্ধার করে মানুষের বিনোদনের একটি জায়গা করে দেওয়ায় জেলা প্রশাসকের প্রশংসা করেন এবং অন্য সকল জেলায় এরকম উদ্যোগের জন্য জেলা প্রশাসকদের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান,অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে নবীন বরণ ও বিদায় প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধএক গানে চার তারকা