তৃতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করা হয়েছে চট্টগ্রাম ডিসি পার্কে। সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে এখন সৌরভ ছড়াচ্ছে নানা রঙের ফুল। আজ শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে ১৩৬ প্রজাতির দুই লক্ষাধিক বাহারি ফুলের সমারোহ। উৎসবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, নৌকা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্ট।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান, দেশি–বিদেশি ১৩৬ প্রজাতির দুই লক্ষাধিক ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের ফুলের স্বর্গরাজ্যে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য হবে জনপ্রতি ৫০ টাকা। এবারের উৎসবে থাকছে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব, চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম। উৎসবে আসা দর্শনার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক আয়োজনসহ নানা আয়োজন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, মানুষের উৎসাহ দেখে এ বছর বৃহৎ পরিসরে মাসব্যাপী ফুল উৎসব শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি এবারের উৎসবে ১২ লাখ দর্শনার্থীর সমাগম হবে।