চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সাথে দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময় সভা গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আসন্ন আগামী ২৭ মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দক্ষিণ কাট্টলী রাণী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসব উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিষদ নেতৃবৃন্দ জেলা প্রশাসক ফরিদা খানমকে বারুণী স্নান উৎসবের দিনব্যাপী কর্মসূচি তুলে ধরেন এবং উৎসবে সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক কাট্টলীর রাণী রাসমণি ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ বারুণী স্নান উৎসবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ–সভাপতি সুনিল বরণ দাশ, কার্যকরি উপদেষ্টা বাবুল দেবনাথ, সাবেক সভাপতি সুভাষ চন্দ্র ধর, ডা. বিজন কান্তি নাথ, উদয়ন কান্তি নাথ, বাবলু দেবনাথ, সীতানাথ ভৌমিক, অজিত দেবনাথ, লিটন চন্দ্র দাশ, রিপন চৌধুরী, বিটন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।