নিত্যপণ্যের দরে ঊর্ধ্বগতির মধ্যে কারওয়ানবাজার পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন সাংবাদিকদের প্রশ্ন করেছেন তিনি ডিম মেশিন দিয়ে তৈরি করবেন কি না। ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার মধ্যে এবার পাইকারি আড়তে বিক্রিই বন্ধ। খুচরায় কিনতে গিয়ে খালি হাতে ফিরছেন ভোক্তারা। এই পরিস্থিতিতে উপদেষ্টার কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ডিম নিয়ে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে। সালেহউদ্দিন জবাবে বললেন, ‘আপনি ডিম সাপ্লাই দেখেন না.. নাই তো। ডিম আপনার.. সারে চার কোটি, পাঁচ কোটি ডিম হয়। এখন থেকে ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব?’ গতকাল সোমবার সন্ধ্যায় উপদেষ্টা কারওয়ানবাজারে গিয়ে চাল, ডাল, মুরগি, ভোজ্য তেলসহ নানা পণ্যের দাম খতিয়ে দেখেন। এর মধ্যে জানা যায়, আড়তে পাইকারিতে ডিম বিক্রি বন্ধ হয়ে গেছে। খবর বিডিনিউজের।
উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদির কারণে ডিমের উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি সবজিসহ কিছু পণ্যের উৎপাদন নষ্ট হয়েছে। যার ফলে সাপ্লাই চেইনে কিছুটা ঘাটতির কারণে এসব পণ্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বাজারে বিক্রেতাদের কাছে তিনি নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতির তথ্য জানতে চান। ব্যবসায়ীদের ‘যৌক্তিক’ লাভ করার অনুরোধও জানান তিনি।
পরে সাংবাদিকদেরকে সালেহউদ্দিন বলেন, উৎপাদনকারী, পাইকারি ও খুচরা বিক্রেতার মূল্যের ব্যবধান যেন সহনীয় পর্যায়ে থাকে তা টাস্কফোর্স কর্তৃক মনিটরিং করা হচ্ছে। কেউ অতি মুনাফা বা সুযোগ বুঝে মূল্যবৃদ্ধি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন ও জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এ সময় উপস্থিত ছিলেন।