ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি, কিছু জানেন না রাজ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার ভেঙে গেছে। পরীমণি ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন। চিত্রনায়িকা পরীমনি বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠিয়েছেন বলে যে খবর সংবাদমাধ্যমে এসেছে, সে বিষয়ে কিছু ‘জানেন না’ বলে দাবি করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি শুধু বলেছেন, পরীমনির তরফ থেকে বিবাহ বিচ্ছেদের কোনো চিঠি তিনি এখনও পাননি। রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে অকপটে জানিয়েছেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি স্ট্যাটাসের কথা মনে করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, নিয়ম মেনেই স্বামীকে ডির্ভোস লেটার পাঠিয়েছেন।

পরীমণির পোস্টটি হুবহু তুলে ধরা হলো– ‘নিশ্চয়ই এই স্ট্যাটাসএর কথা মনে আছে অনেকেরই! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলেট করে দিয়েছিল। তারপর এসব ঘটনা সে পুনরাবৃত্তি করেছে বার বার। স্যরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে না, এমনকি সুইসাইডএর মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কত বার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেল প্রতিনিয়ত! আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সেও সুযোগ পেত কারণ আইনগতভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসম্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন।’

এরপর পরীমণি লেখেন, ‘আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।’

বিশেষ দ্রষ্টব্যে পরীমণি লিখেছেন, ‘আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করব। এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ান শিপ এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন। ধন্যবাদ।’

এদিকে বুধবার সকাল থেকে ফেসবুকে পরীমনির নামে একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যদিও তার ফেসবুকে এ ধরনের কোনো পোস্ট দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজপরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান রাজ্য। গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজপরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা।

পূর্ববর্তী নিবন্ধসাইকেল বিক্রির টাকা নিয়ে উধাও দুদিন পর ফিরে আসে হৃদয়
পরবর্তী নিবন্ধ‘বিশেষ কারণে বাঁচতে পারছি না’ চিরকুট লিখে তরুণের আত্মহত্যা