ডিভোর্সের ঘোষণা দিলেন দুবাই রাজকুমারী শেইখা মাহরা

| বৃহস্পতিবার , ১৮ জুলাই, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

স্বামীর বিরুদ্ধে অন্য সঙ্গী রাখার অভিযোগ তুলে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন বলে এনডিটিভির এক প্রতিবেদন বৃহস্পতিবার জানানো হয়েছে।

গত বছরের মে মাসে ব্যবসায়ী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে বিয়ে হয় দুবাই রাজকুমারীর। মাস দুয়েক আগে তাদের একটি সন্তান হয়।

ডিভোর্সের ঘোষণা দিয়ে মঙ্গলবার এক পোস্টে রাজকুমারী শেইখা লেখেন, ‘প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে থাকায় আপনাকে ডিভোর্স দিলাম। আমি আমাদের ডিভোর্সের ঘোষণা দিচ্ছি। আপনাকে ডিভোর্স দিলাম, আপনাকে ডিভোর্স দিলাম, আপনাকে ডিভোর্স দিলাম। যত্ন নেবেন। আপনার সাবেক স্ত্রী।’

যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নেয়া শেইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে রাজকুমারীর ডিভোর্সের খবর ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, তার আইডি হ্যাক হয়েছে। ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করেছেন রাজকুমারী ও তার স্বামী। দুজনেই ইনস্টাগ্রাম থেকে দুজনের ছবি মুছে ফেলেছেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের অবরোধে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দুর্ভোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আন্দোলনকারীদের বিক্ষোভ