বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, চট্টগ্রাম বিভাগ কার্যালয়ে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১৫ মে পর্যন্ত।
ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, চট্টগ্রাম বিভাগ এস এম মনজুর আহমেদ বলেন, চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমে পেনশনারদের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপস সর্ম্পকে অবহিতকরণ, ওয়ানস্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কলসেন্টার ও ওয়েবসাইট সর্ম্পকে অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ, পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় এবং প্রতিবন্ধী সন্তান পেনশন প্রাপ্যতা ও করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন সেবা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।