ডিবি পুলিশের অভিযানে কর্ণফুলীতে এলজি-কার্তুজসহ গ্রেপ্তার ৩

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৪০ অপরাহ্ণ

কর্ণফুলীতে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও তিনটি কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্যারটেক কালারপুল রাস্তার শাহআমানত গ্যাস পেট্রোল পাম্পে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন- কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান।

গ্রেপ্তাররা হলেন—পটিয়ার বাণীগ্রামের মো. শফিকের ছেলে মো. নেজাম (২৭), একই এলাকার সামছুল আলমের ছেলে মো. মুনছুর (৪২) ও আবু সৈয়দের ছেলে জিসান আলম (১৮)।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, ডিবি পুলিশের অভিযানে এলজি ও কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তারা থানায় মামলা দায়ের করেন।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা অনেকদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিল।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে লবণের মাঠ দখল নিয়ে গোলাগুলি, আহত ৪