নগরীতে ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি, মারধরের অভিযোগে মো. মাঈন উদ্দিন বাবু ওরফে নোহা বাবুকে (৪২) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল সোমবার সকালে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়। গ্রেপ্তার মাঈন উদ্দিন আনোয়ারা থানার ডুমুরিয়া গ্রামের মোস্তাক হাজীর বাড়ি এলাকার মৃত শামছুল আলমের ছেলে। নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম-বন্দর) জোনের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেপ্তার মাঈন উদ্দিনের বিরুদ্ধে ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি, চুরি ও লোকজনকে মারধরের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে হালিশহর থানায় গত ১ তারিখ একটি মামলা হয়। ওই মামলায় সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাঈন উদ্দিনকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।