‘ডিবি’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ডিবির হাতেই

| মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নগরীতে ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি, মারধরের অভিযোগে মো. মাঈন উদ্দিন বাবু ওরফে নোহা বাবুকে (৪২) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল সোমবার সকালে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়। গ্রেপ্তার মাঈন উদ্দিন আনোয়ারা থানার ডুমুরিয়া গ্রামের মোস্তাক হাজীর বাড়ি এলাকার মৃত শামছুল আলমের ছেলে। নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম-বন্দর) জোনের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেপ্তার মাঈন উদ্দিনের বিরুদ্ধে ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি, চুরি ও লোকজনকে মারধরের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে হালিশহর থানায় গত ১ তারিখ একটি মামলা হয়। ওই মামলায় সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাঈন উদ্দিনকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পূর্ববর্তী নিবন্ধঅষ্টমীতে সম্পন্ন হলো কুমারী পূজা, আজ মহানবমী
পরবর্তী নিবন্ধকোভিডের প্রথম ডোজ নেওয়া যাবে আরও ৩ দিন