ইয়াবা বিক্রির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া এএসআই মোহাম্মদ মোস্তফার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণির আদালত এই আদেশ দেন। এএসআই মোস্তফা নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে কর্মরত ছিলেন। মামলার পর তাকে সাময়িক বরখাস্ত করে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এএসআই গোলাম মোস্তফা নোয়াখালী জেলার চরজব্বার থানার চরহাসান সিকদার বাড়ির সাইদুর রহমানের ছেলে।
প্রসঙ্গত: ২০২০ সালের ২১ অক্টোবর বিকেলে নগরীর ওয়াসা মোড় থেকে ২৮০০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাঙ্গুনিয়া থানার কনস্টেবল মোশররফ হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশাররফ জানান, এএসআই মোস্তফার দেয়া ইয়াবা বিক্রি করেন তিনি। পরদিন চকবাজার থানায় এ ঘটনায় একটি মামলা করে র্যাব। মামলাটি তদন্ত করেন নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের পরিদর্শক মঈনুর রহমান। গত ১২ জানুয়ারি তিনি আদালতে দেওয়া তদন্ত প্রতিবেদনে কনস্টেবল মোশাররফ ও এএসআই মোস্তফাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেন। কয়েক মাস পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়ে কর্মস্থল নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে হাজির হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত হন। গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত মোস্তফাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার শাহাবুদ্দীন আহমদ।