ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের ইনডাকশন প্রোগ্রাম

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল

| মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশনের ‘ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের ইনডাকশন’ গতকাল সোমবার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সিএলএফ কমপ্লেক্সের লায়ন ইঞ্জিঃ এম. আই. খান ভবনের কনফারেন্স হলে

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম এ মালেক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন জুলাই ২০২৪ইং সেশনে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচে ৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা, সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. শেখ মোহাম্মদ মুরাদ এবং রেজিষ্ট্রার ডা. মো. রাফায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের অপটোমেট্রিস্ট তন্বী চৌধুরী। অনুষ্ঠানে হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি সিনিয়র ক্লাব এভারেস্ট বিজয়ী বাবর আলীকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মোহামেডান ব্লুজের সভা অনুষ্ঠিত