ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের ব্যতিক্রমী কর্মসূচি

চার দফা বাস্তবায়নের দাবি

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৭:৪৭ অপরাহ্ণ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক এবং পেশাজীবীদের পেশা ও কারিকুলামগত বিরাজমান সমস্যা নিরসনে ঘোষিত ৪ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের সরকারি-বেসরকারি খাতে কর্তব্যরত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আজ রবিবার (১২ সেপ্টেম্বর) অফিস সময়ের পরে ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করার মতো ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে।

তারই অংশ হিসেবে দোহাজারি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মছউদর রহমান, সওজ ডিপ্রস চট্টগ্রাম জেনিকের সভাপতি উপ-বিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আব্দুল মালেক চৌধুরী, সওজ ডিপ্রস চট্টগ্রাম জেনিকের সাংগঠনিক সম্পাদক রাফিজ বিন মনজুরসহ অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলীগণ নিয়মিত কর্মঘণ্টার বাইরে এক ঘণ্টা অতিরিক্ত দাপ্তরিক কাজ করেন। একইভাবে সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি চট্টগ্রাম এবং কক্সবাজারের সদস্যরাও নিজ নিজ বিভাগীয় ও উপ-বিভাগীয় কার্যালয়ে উক্ত ইতিবাচক কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দগণ জানান, কর্মবিরতি ও ধর্মঘটের মতো জনদুর্ভোগের কর্মসূচির বদলে পজিটিভ কর্মসূচি পালন করে দেশ ও জাতির স্বার্থে ঘোষিত ৪ দফা দাবি শান্তিপূর্ণ উপায়ে আলাপ-আলোচনার ভিত্তিতে বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করাই তাদের লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধগতানুগতিক ধারায় পাঠদানে শিক্ষার কাঙ্খিত মান অর্জিত হবে না
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট