তিন দফা দাবি আদায়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা। দাবিগুলো হলো : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করে প্রণীত অসামঞ্জস্যপূর্ণ ধারাসমূহ সংশোধন এবং পলিটেকনিক শিক্ষায় ছাত্র-শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধান।
আইডিইবি চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন। বক্তব্য রাখেন প্রকৌশলী জয়দেব বৈদ্য, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এনামুল হক সাগর, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম নান্টু, প্রকৌশলী মো. আবু জাফর, প্রকৌঃ রাজীব চৌধুরী, প্রকৌঃ মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ লঙ্ঘন করে সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নকৃত ধারাসমূহ বহাল থাকায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। মানববন্ধন শেষে আইডিইবি চট্টগ্রাম জেলার একটি প্রতিনিধি দল তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হন্তক্ষেপ কামনা করে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












