ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে

গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠানে মাহতাব

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি গত ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। আমবাগানস্থ আইডিইবি ভবনে আয়োজিত ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। আইডিইবি জেলা শাখার সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইউছুফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আইডিইবির দেওয়ান মাকসুদ আহমেদ। বক্তব্য রাখেন প্রকৌশলী জসিম উদ্দিন, রফিকুর রহমান, প্রকৌশলী মো. আলমগীর হোসেন, প্রকৌশলী মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম নান্টু, আবিদুর রহমান খান, প্রকৌশলী এনামুল হক সাগর, প্রকৌশলী মোহাম্মদ তোহা, প্রকৌশলী অনুপম বাশার, ফরহাদ উল আলম সানি প্রকৌশলী সুপন বড়ুয়া চৌধুরী, মো. রবিউল আলম নয়ন, প্রকৌশলী আবু সালেহ বাপ্পী, প্রকৌশলী আবদুল্লাহ আল বিপ্লব, কাম্বার হোসেন রকি, শারমিন আক্তার প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশ ও জাতির উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সড়কের পাশে যুবকের গলাকাটা লাশ