ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের প্রথম দিনই মুখোমুখি হবে দুই জনপ্রিয় দল মোহামেডান এবং আবাহনী। আগামী ১ মে শুরু হবে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ পর্ব। প্রথম দিনই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই চির প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা হবে। গতকাল বিকেলেই সুপার লিগের সূচি চূড়ান্ত হয়েছে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আবাহনীর সাথে ফিকশ্চারের ধারবাহিকতা বজায় রাখতে খেলা পড়ার কথা ৬ নম্বর হয়ে সুপার লিগ খেলা গাজী গ্রুপের। মোহামেডান হয়েছে ৫ নম্বর। মোহামেডানের খেলা পড়ার কথা দ্বিতীয় হয়ে সুপার লীগে উঠে আসা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।
কিন্তু সূচিতে দেখা যাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রথম ম্যাচ গাজী গ্রুপের সাথে। এই খেলাটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। একইদিন আরও একটি ম্যাচ আছে সুপার লিগের। সে ম্যাচে মুখোমুখি হবে লিজেন্ডস অব রুপগঞ্জ আর প্রাইম ব্যাংক। সিডিডিএম জানিয়েছে সুপার লিগের খেলা হবে তিন মাঠে। মাঠ গুলো হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বিকেএসপি ৩ নম্বর মাঠ। একদিন খেলার পর ২দিন বিরতি। ১ মে এর পর আবার ৪ মে খেলা। একইভবে তৃতীয় রাউন্ড হবে ৭ মে। এভাবে ১৩ মে খেলা শেষ হবে। বলার অপেক্ষা রাখে না, আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডে দলে থাকা জাতীয় ক্রিকেটাররা কেউই সুপার লিগে খেলতে পারবেন না। কারণ চেমসফোর্ডে জাতীয় দল আইরিশদের সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ৯, ১২ ও ১৪ মে। আর জাতীয় দল ইংল্যান্ড যাবে ঠিক সুপার লিগ শুরুর দিন ১ মে। আর বিকেএসপি ৪ নম্বর মাঠে হবে রেলিগেশন লিগ। ওই পর্বও শুরু হবে ১ মে। প্রথমদিন অগ্রণী ব্যাংক খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে।












