উখিয়ায় ই-কৃষি সেবায় ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শুক্রবার সকালে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতুলী গ্রামে এটির উদ্বোধন করা হয়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর সহযোগিতায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য এ সেন্টারে ডিজিটালাইজেশনের মাধ্যমে বাজারজাত ও নতুন নতুন কৃষি পণ্য, বীজ প্রভৃতি প্রাপ্তি সহজতর হবে। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার দেশের মান্ধাতা আমলের কৃষি ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করে আধুনিকায়নের কাজ করছে। চলন বিলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খননের ফলে কৃষকরা তাদের কষ্টার্জিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে।
তিনি বলেন, বিএনপি সরকারের সময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। সরকার এখন অনেক সাশ্রয়মূল্যে কৃষকদের সার দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশের যে ভিত্তি তৈরি করে গেছেন সে পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের মানুষ সারা দেশে ডিজিটাল সেন্টারের মাধ্যমে হাতের কাছেই প্রায় সব ধরনের সরকারি-বেসরকারি সেবা গ্রহণ করতে পারছেন। ডিজিটাল সেন্টার সাধারণ মানুষের জীবনমান সহজ করার পাশাপাশি দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে। মানুষ এখন বিশ্বাস করে, ঘরের কাছেই সব ধরনের সেবা পাওয়া সম্ভব। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফএও এর কান্ট্রি ডিরেক্টর এসনোভ বাকনোদুর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ রঞ্জন নাথ, এটুআই আইসিটি ডিভিশনের কর্মকর্তা আনির চৌধুরী, রেজওয়ানুল হক জামি, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ার নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান খাইরুল আলম প্রমুখ।