বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ডিনেট এবং এফএনএফ বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ বাংলাদেশ) যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ফেসবুক লাইভ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ- ২০২২ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়। এই ফাইনাল রাউন্ডের মাধ্যমে ২৬০ জন তুখোড় প্রতিযোগীর মধ্য থেকে সেরা বিশ জনকে বাছাই করা হয়। এই সেরা বিশ ডিজিটাল সিটিজেন প্রত্যেকেই পুরস্কার হিসেবে পাচ্ছে একটি আকর্ষণীয় ট্যাব এবং নানা উপহার সামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফএনএফ বাংলাদেশ থেকে কান্ট্রি রিপ্রেজেনটেটিভ নাজমুল হোসেন এবং ডিনেট থেকে নির্বাহী পরিচালক এম শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলমা হক। প্রেস বিজ্ঞপ্তি।