ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো (এমএফআই) সম্মিলিতভাবে ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রস্তাব দিলে তা অনুমোদনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল শনিবার চট্টগ্রামের হালিশহরে মমতার কার্যালয়ে চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে কথা বলেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে আয়োজিত সভায় রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুর অঞ্চলের এমএফআই এর প্রতিনিধিরা অংশ নেন। খবর বিডিনিউজের।
সভায় এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠানগুলো (এমএফআই) ডিজিটাল ব্যাংক করতে আগ্রহী। তাদের মধ্যে ৫–৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এসেছিলেন। বাংলাদেশের এই সেক্টর এখন ডিজিটাল করতে হবে। করতে গেলে প্রত্যেকটা প্রতিষ্ঠান ডিজিটাল ডিভাইস যদি ডিজাইন করতে হয় তাহলে অনেক ব্যয়সাধ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ। এমআরএ অথরিটির পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন এমআরএ এর নির্বাহী পরিচালক মো. নূরে আলম মেহেদী। ক্ষুদ্রঋণ খাতের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন এমআরএ এর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।