ডিজিটাল বাংলাদেশ উপহাসকারীরাই আজ ডিজিটাল সেবা গ্রহণ করছে

পটিয়ার ধলঘাটে হুইপ সামশুল

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ আলহাজ সামশুল হক চৌধুরী বলেছেন, আমরা এগিয়ে যাচ্ছি। ডিজিটালকে নিয়ে অনেকে উপহাস করেছে। আজকে সেটাকে সবাই গ্রহণ করেছে। আমরা যাদেরকে ভাতা দিই (যেমন-বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা) সেসব ভাতা এখন তাদের মোবাইলে পৌঁছে যাচ্ছে এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ।

যারা উপহাস করেছে লন্ডনে বসে তারাই এখন জুমে বক্তৃতা দেয়। যারা বলেছে ওই মোদী গোমূত্র দিয়ে টিকা বানিয়েছে। তারাই আবার পর্দা দিয়ে করোনার টিকা নিয়ে নিয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামী ৪০ সালের মধ্যে তিনি স্মার্ট বাংলাদেশ গঠন করবেন।

গতকাল সোমবার ধলঘাট ইউনিয়নের তেকোটা-মুকুটনাইটে অগ্রমহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাস্থবিরের ১৪৩তম জন্মতিথিতে স্মৃতিতর্পণ ও ভদন্ত শীলরত্ন স্থবিরের প্লাটিনাম জুবিলি উপলক্ষে দুইদিনব্যপী প্রজ্ঞালোক শীলরত্ন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার উদ্বোধন করেন উপ-সংঘরাজ ভতন্ত শাসন প্রিয় মহাস্থবির। উপ-সংঘরাজ শাসন প্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সমাজসেবক অর্থদর্শী বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, দক্ষিণ জেলা আ.লীগের সদস্য বিজন চক্রবর্ত্তী, শাক্যপদ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ড. সংঘপ্রিয় মহাথেরো। মঙ্গলাচরণ করেন বুদ্ধানন্দ ভিক্ষু। সরিৎ চৌধুরী সাজুর সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন অনুপম বড়ুয়া ও জয়দেব বড়ুয়া মুকুল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক চৌধুরী জহুরুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধচবিতে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন