ডিজিটাল প্রতারণা

আলী আকবর বাবুল | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৪ পূর্বাহ্ণ

ফ্রিল্যান্সিং বর্তমানে আকর্ষণীয় একটি পেশা। প্রতারকরা বিভিন্ন ক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ পাতে। উঠতি বয়সী ছেলেমেয়েদের আকৃষ্ট করতে অনলাইনে উপার্জনের বিভিন্ন চমকদার বিজ্ঞাপন দিয়ে ইউটিউব ও ফেসবুক এর মাধ্যমে সেলিব্রেটিদের দিয়ে প্রচারণা চালায়। ‘কোন কাজের দক্ষতা অর্জন না করেই সুযোগ আছে অনলাইনে উপার্জনের সুযোগ’ এমন বিজ্ঞাপন দেখে অনেকেই তাদের ফাঁদে পা দেয়। তাদেরকে অর্থ দিয়েই প্রতারিত হয়। প্রতারক চক্র ভুয়া ওয়েবসাইট খুলে সাধারণ মানুষের টাকা নিয়ে উধাও হয়ে যায়। আরেকটি প্রতারক চক্র হচ্ছে, পিটিসি সাইটে প্রতারণাঃ পিটিসির মূল রূপ হলো পেইড টু ক্লিক। এর মানে হল ক্লিক করার মাধ্যমে ইনকাম করা। এই কাজগুলো করতে কোন দক্ষতার প্রয়োজন হয় না, তাই মানুষ সহজে এদের দিকে ঝুঁকে পড়ে। অথচ বেশির পিটিসি সাইটই খোলা হয়, রেজিস্ট্রেশন নামে মানুষ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে ওয়েবসাইট টা বন্ধ করে দে।

প্রতারণার ফাঁদ আরো আছে। ক্রিপ্টোকারেন্সিঃ ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ভার্চুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হওয়া এই ধরনের মুদ্রার সংখ্যা এখন আট হাজারও বেশি। মানুষ লোভে পড়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে খুব সহজে কোটিপতি হওয়া যায়। এমন ধ্যান ধারণা থেকে টাকা দ্বিগুণ করবে এমন সহজলভ্য লাভের আশায় সাধারণ মানুষ কে এসব প্রতারক চক্র ঠকিয়ে যাচ্ছে। ২০১৭ সালে একটি কোম্পানি ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে ৩০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়।

প্রতারণার আরেকটি ধাপ হচ্ছে, কমাস প্রতারণাঃ আজকাল অনেকেই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে। যেকোনো পণ্য সহজে পেতে অনলাইন একটি সহজ মাধ্যম। তবে এখানে পণ্য কেনাবেচা করার ক্ষেত্রে অনেকে প্রতারণা শিকার হয়। পণ্য অর্ডার করলেন একটা দিল অন্য আর আরেকটা, কাপড় চোপড়ের ক্ষেত্রে তো আরো জঘন্য, আবার অগ্রিম টাকা নিয়ে ব্লক করে দে। যাদের কোন কমপ্লেইন করা না যায়।

শিক্ষিত অশিক্ষিত বলেন সর্বসাধারণ মানুষের সাথে প্রতারণা করার জন্য আধুনিক ডিজিটাল পদ্ধতিটাকে প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করছে, এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

পূর্ববর্তী নিবন্ধবিচারপতি হাবিবুর রহমান : বহুমাত্রিক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধআত্মমর্যাদা সম্পন্ন হতে হলে আত্মবিশ্বাসী হওয়া জরুরি