ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

| বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

লেখক মুশতাকের মৃত্যু, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, আটককৃতদের মুক্তির দাবিতে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বুধবার নগরীর সিনেমা প্যালেস চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহার সভাপতিত্বে ও বাসদ নেতা রায়হান উদ্দিনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, হাসান মারুফ রুমি, শফি উদ্দিন কবির আবিদ, সিপিবি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অমৃত বড়ুয়া। শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত চিকন খলিফা মাদ্রাসার বার্ষিক সভা আজ
পরবর্তী নিবন্ধপাপুলের আসনে উপনির্বাচন ১১ এপ্রিল