ডিজিটাল নিরাপত্তা আইনে রিয়াজের মামলা

| বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ

চিত্রনায়ক রিয়াজ আহমেদের বিরুদ্ধে গত পহেলা এপ্রিল ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছিলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্‌ কাজল) নামের এক পরিচালক। তখন রিয়াজ তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন। অবশেষে তাই করলেন এই চিত্রতারকা। পরিচালক জ্যাম্বস্‌ কাজলের বিরুদ্ধে ১৬ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮এর ২৫ ও ২৯ ধারায় সাইবার ট্রাইব্যুনালে ঢাকায় একটি মামলা দায়ের করেন রিয়াজ, যার পিটিশন মামলা নং ১৬৭/২০২৩। খবর বাংলানিউজের।

মামলা দায়ের করার পর রিয়াজ বলেন, যিনি আমাকে নোংরা উপাধি দিয়েছেন আমি মনে করি এগুলোতে আমার সম্মানহানি হয়েছে। শুরুতে বলেছিলাম এসবের বিরুদ্ধে মামলা করব। আমি আমার কথা রেখেছি। তিনি বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে আইনের আশ্রয় নেওয়া আমার অধিকার। এজন্য আমি সুষ্ঠু বিচারের দাবিতে মামলা করেছি। বিজ্ঞ আদালত আমার মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তভার দিয়েছেন। আইনের প্রতি আমি আস্থাশীল। সত্য মিথ্যা কোনটি কি আদালত রায় দেবেন।

রিয়াজ বলেন, যেকোনো শিল্পীর বিরুদ্ধে যখন যে যা খুশি এসে চিঠি দিচ্ছে এবং প্রেসে কথা বলছে। সেই শিল্পীর মান ইজ্জত নিয়ে রীতিমতো খেলা করা হচ্ছে। এগুলো তো কিছুদিন পর চাঁদাবাজির নতুন রুলস হতে পারে। উদাহরণ টেনে তিনি বলেন, যে কেউ বা একজন মেয়ে হয়তো আগামীতে এসে বলতে পারে অমুকে আমাকে নামে ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছেন। এগুলোর ঢাকতে হলে টাকা দিতে হবে। রিয়াজ মনে করেন, এসব ঘটনা যেন আগামীতে না ঘটে সেই কারণে তিনি তার অবস্থান থেকে তার সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন।

রিয়াজ বাদী হয়ে দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, আসামী হারুন অর শরীদ ওরফে জ্যাম্বস্‌ কাজল ৩১ মার্চ তার বিরুদ্ধে ফেইসবুক আইডি থেকে পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়, হেনস্থা ও হীন উদ্দেশ্যে মিথ্যে মানহানিকর বক্তব্য দিয়ে একটি পোস্ট দেন। জানা যায়, মামলাটি আদালত গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। তদন্ত সাপেক্ষে ১৩ জুলাইয়ের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘জওয়ান’ সেট থেকে শাহরুখ-দীপিকার ছবি ফাঁ
পরবর্তী নিবন্ধছোটবেলার শেখা, প্রথমবার প্রয়োগ