বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার তাকে এ মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম। সংশ্লিষ্ট আদালতের পেশকার জুয়েল মিয়া এ তথ্য দিয়েছেন। খবর বিডিনিউজের।
এদিন রাষ্ট্রপক্ষের পুনরায় তদন্ত আবেদনের ওপর আদেশ দেওয়ার দিন নির্ধারণ ছিল। গত ২৯ জুলাই রাষ্ট্রপক্ষে মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেছিল। সেদিন শুনানি শেষে ২২ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য দিন রাখেন বিচারক।