ডিজিটালাইজেশনে ৮ বিভাগে ঠিকাদার নিয়োগ

মৌজার মানচিত্র

| বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

জমির নকশা, ম্যাপিং ও সার্বিক ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজড করতে দেশের আট বিভাগে একযোগে ঠিকাদার নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে আগামী দুই বছরের মধ্যে জনগণ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আট বিভাগে ৮টি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। পাশাপাশি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি ও স্যাটেলাইট ছবি সংগ্রহ এবং ছবি শ্রেণিভুক্ত করতে আলাদা দুটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সভা শেষে সাংবাদিকদের বলেন, চার বছর মেয়াদি প্রকল্পের দুই বছর ইতোমধ্যে অতিক্রম করেছে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। আশা করছি আগামী দুই বছরের মধ্যে জনগণ এর সুফল পাবে। ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা নিতে পারবেন। ফলে ঘাটে ঘাটে দালাল বা অন্যান্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রদীপ-চুমকির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য
পরবর্তী নিবন্ধআনোয়ারায় খামারে ডাকাতি তিনটি গরু ও নগদ টাকা লুট