ডিজিজ বায়োলজি এন্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ এবং নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং, রিসার্চ এন্ড ইনভেশন ল্যাবরেটরি চিটাগাং (এনরিচ) এর উদ্যোগে স্বাস্থ্য গবেষণার তথ্য উপাত্ত বিশ্লেষণে বায়োস্টাটিস্টিক্সের প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক ডা. সুদিপ্ত দেবনাথ, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. মো. মাহবুব হাসান, ফেডেরেল ইন্সটিটিউট, জার্মানির গবেষক ড. শরীফ মর্তুজা। এতে গবেষকেরা নমুনা নির্বাচন, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তুলনামূলক তথ্য উপস্থাপন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম ও ড. আদনান মান্নান। অতিথিরা ভবিষ্যতের গবেষক তৈরিতে এরকম কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। উল্লেখ্য, এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী ও গবেষক অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।