ডিজাইনের কাজ শেষ হলে মার্চেই শুরু সেতুর কাজ

মোছলেমের সঙ্গে মতবিনিময়ে রেল সচিব

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর বাস্তবায়ন ও সর্বশেষ অগ্রগতি নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজার সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। গতকাল বুধবার দুপুরে রেলভবনে অনুষ্ঠিত মতবিনিময়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেন, দক্ষিণ চট্টগ্রামবাসীর বহু আকাঙ্ক্ষিত কালুরঘাট সেতুটি বাস্তবে রূপ পাবে এবং এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের এক নম্বরে রয়েছে। কোরিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের ৭০০ মিলিয়ন ডলারের চুক্তিতে এই সেতুটি রয়েছে। তিনি জানান, সেতুটির ডিজাইনের কাজ চলমান রয়েছে, এটি শেষ হলে আগামী মার্চ মাসের দিকে সেতুর মূল কাজ শুরু হবে। এ সময় মোছলেম উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী সময়ের সাহসী সন্তান
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনায় বইনির্ভর প্রজন্ম গড়ে তুলতে হবে